চোখের তারায় আয়না
এ গান বাজানোর ইচ্ছে অনেকদিনের… সৃজিত মুখোপাধ্যায়ের ‘জাতিস্মর’ ছবির অসামান্য সংগীত শুনে ইচ্ছেটা ক্রমশ একটা নাছোড় জায়গায় চলে যাচ্ছিল। এ রেকর্ডিংটা বেশ কিছুদিন আগে করেছিলুম, আপলোড করার সাহস হচ্ছিল না, অবকাশও না।
এ গান যে আমি কবীর সুমনের মত পারফর্ম করতে পারব না; তাঁর ভাষাতেই বলতে গেলে – তাঁর কয়েক কোটি মাইলের মধ্যেও যে আসতে পারব না, সে ব্যপারে অন্তত আমার আত্মবিশ্বাসের অভাব ছিল না; নেইও। আমি কেবল তাঁর প্রতি আমার প্রেম, আমার শ্রদ্ধা ব্যক্ত করার চেষ্টা করলাম তাঁর এই গানের মধ্যে দিয়ে।
গানের অ্যারেঞ্জমেণ্টটুকু নিজের মত ক’রে করার চেষ্টা করেছি প্রয়োজন ছিল বলেই। যেখানে মূল গানটির সুরের স্পিরিট ও সংক্ষিপ্ততার কাছে বিশ্বস্ত থাকার চেষ্টা করেছি আমি। আমার সচেতন আনুগত্যের প্রয়োজন ছিল নিজের অক্ষমতার মাপের প্রতিও।
এখন রসিক শ্রোতা হয় মার্জনা করবেন নয়ত উপেক্ষা। সেই ভরসায় শেয়ার করলুম।
০৮ মার্চ, শনিবার ২০১৪
দমদম ক্যান্টনমেন্ট
ভালো লাগলো 🙂
ধন্যবাদ 🙂
আপনার হারমনিকা আমাকে পাগল করে।আমি আপনার কাছে শিখতে চাই।আমাকে দয়াকরে নিরাশ করবেন না।আপনি আমার স্বপ্নের মানুষ। আমার স্বপ্ন দয়াকরে সত্যি করবেন এ আমার একান্ত কামনা।