রহমত সাহেবের গান
সেটা ছিল ১৯৯৯। সেবারও ক্ষমতায় তাঁরাই। কাশ্মীরকে কেন্দ্র করে পাকিস্তানের সঙ্গে ঝগড়া উস্কিয়ে দিয়ে দেশপ্রেমের জোয়ার বইয়ে দেওয়ার সুপরিকল্পিত হিড়িক চারিদিকে। এরকম একটা পরিস্থিতিতে ট্রেনে আলাপ হয়েছিল বৃদ্ধ কাশ্মীরি রহমতুল্লা খান সাহেবের সঙ্গে। তাঁকে এবং তাঁর কাছে শোনা সাধারণ কাশ্মিরীদের দুঃখ দুর্দশা আশা আকাঙ্খার কথাগুলো নিয়েই লেখা হয়েছিল এই গান। দেশ ততদিনে কার্গিল যুদ্ধ দেখে ফেলেছে।
কুড়িটা বছর পেরিয়ে আমরা পা রেখেছি ২০১৯ এ। কিন্তু কিচ্ছু পাল্টেছে বলে মনে হচ্ছে না। ক্ষমতায় সেই তাঁরাই। সেই খুঁচিয়ে তোলা দেশপ্রেমের জোয়ার। সেই বোমারু বিমানের চক্কর। সেই গাজোয়ারির নির্লজ্জ দেখনদারি। সেই মিথ্যের বেসাতি। সেই যুদ্ধের আস্ফালন।
এটা সেই ৯৯ সালে অভ্রর অনুষ্ঠানে গাওয়া গানটির লাইভ অডিও রেকর্ডিং। যুদ্ধের বিরুদ্ধে এই গান রইল আরও একবার, এখনও একই রকম প্রাসঙ্গিক হয়ে। শুরুতে আমাদের কথোপকথনটি গতকাল তাঁর দ্য সাউন্ড ষ্টুডিওতে রেকর্ড করে দিয়েছেন বন্ধু প্রতীক প্রধান।
৭ মার্চ, বৃহস্পতিবার ২০১৯
দমদম ক্যান্টনমেন্ট